ভারতের দিল্লিতে হনুমান জয়ন্তীকে ঘিরে দাঙ্গা

0
248

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দিল্লিতে হনুমান জয়ন্তীকে ঘিরে গত শনিবার বিকেলে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট পুলিশ সদস্যসহ ৯ জন আহত হয়েছে বলে গতকাল রোববার জানিয়েছে হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি অনলাইন। বিকেল সাড়ে ৫টা নাগাদ দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধে দিল্লির জাহাঙ্গিরপুরীতে।

ঘটনায় দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। হিন্দু সম্প্রদায়ের পক্ষে বলা হচ্ছে যে, মুসলিমরা পাথর ছুড়েছিল মিছিলে। তবে স্থানীয় মুসলিমদের দাবি, মিছিলে থাকা হিন্দুরা উস্কানিমূলক স্লোগান তুলে হিংসায় প্ররোচনা দিয়েছে।

Comment using Facebook