যুক্তরাষ্ট্রের শপিংমলে গোলাগুলি: আহত ১২

0
229

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কলাম্বিয়া শহরের একটি শপিংমলে গোলাগুলির ঘটনায় ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় গত শনিবার এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। কলাম্বিয়া শহরের পুলিশের বরাত দিয়ে রোববার গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কলম্বিয়ার পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেছেন, কলম্বিয়ানা সেন্টার মলে গুলির ঘটনাটি গতানুগতিক কোনো সহিংসতার ঘটনা বলে বিশ্বাস করা যাচ্ছে না।

Comment using Facebook