শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে সুসংহত করতে হবে, কাদের

0
243

নওয়াপাড়া ডেস্ক

ঐতিহাসিক মুজিবনগর দিবসে অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে আরও সুসংহত করার প্রত্যয় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

ঐতিহাসিক মুজিবনগর সরকারের প্রেক্ষাপট স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। এটা আমাদের মীমাংসিত বিষয়। আমাদের এই ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতোদিন পর বিতর্ক করা সমীচিন নয়।

Comment using Facebook