ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটে ব্যস্ত সময় আসছে সামনে। ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) ২০২৩ সাল থেকে পরের চার বছরে ৪০ টেস্ট, ৭০ ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
ওয়ানডেতে দল হিসেবে দাঁড়িয়ে গেলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারছে না বাংলাদেশ।
এফটিপিতে তাই সামনে টেস্ট আর টি-টোয়েন্টিতে ম্যাচ রাখা হয়েছে অনেক। ২০০০ সালে টেস্ট অভিষেকের পর বাইশ বছরে বাংলাদেশ খেলেছে ১৩০টি টেস্ট। ২০২৩ থেকে পরের চার বছরেই টাইগাররা খেলবে ৪০ টেস্ট।
গণমাধ্যমকে রোববার এই তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।
তিনি বলেন, ‘আলাপ-আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এর মধ্যে ৪০+ টেস্ট, ৭০+ ওডিআই, ৭৬+ আছে টি-টোয়েন্টি।