আল-আমীন গোলদার, বটিয়াঘাটা
মেয়াদ উত্তীর্ণ বিস্কুট বিক্রি করছে দেশের সুনামধন্য প্রাণ কোম্পানি। এবার অভিযোগ পাওয়া গেল প্রাণ কোম্পানির বিরুদ্ধে। গতকাল বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার দোকানে বাক্রি করতে দেখা যায় “মামা” ব্যানানা ওয়েফার বিস্কুট।
যার অধিকাংশ প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ রয়েছে ২৫-০৮-২১ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ২৪-০২-২২। অথচ দোকানদার এই মেয়াদ উত্তীর্ণ পন্য বাচ্চাদের কাছে বিক্রি করছে। নাম প্রকাশ না কারার শর্তে ঐসকল ব্যবসায়ীরা বলেন, কোম্পানির নিকট অগ্রীম অর্ডার কাটতে হয়। পরে যখন তারা মাল দেয়, তখন আর ভালো ভাবে দেখা হয়না। পহেলা বৈশাখে বিভিন্ন দোকান থেকে বাচ্চাদের খাবার কিনে খেতে দেখে, প্রতিনিধি হিরামন মন্ডল সাগর। তখন সব কয়টি “মামা” নামক বিস্কুটের প্যাকেটের গায়ে লেখা ছিলো মেয়াদ উত্তীর্ণ তারিখ। আর এসব মেয়াদ উত্তীর্ণ খাবার খেয়ে স্কুলের শিক্ষার্থীরা বেশির ভাগ অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। এই ভাবে দিনের পর দিন ঐ কোম্পানি তাদের মেয়দ উত্তীর্ণ সকল পন্য বাজার জাত করে চলেছে। প্রাণ কোম্পানির খুলনা ডুমুরিয়া ও বটিয়াঘাটা জোনের এস আর আলামিন বলেন, দোকানদাররা মেয়াদ উত্তীর্ণ মাল কেন বিক্রি করে সেটা আমরা কিভাবে বলব। আপনি তাদের কাছে শোনেন, কেন তারা এই সব মাল বিক্রি করে।