মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলায় মেম্বরের টর্চার সেলে দুই ভাইকে নির্যাতনের ঘটনার সংবাদ গতকাল রবিবার দৈনিক নওয়াপাড়া পত্রিকার ৪র্থ পাতায় প্রকাশের পর সেই মেম্বরসহ তার পুত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। শুধু তাই নয় নির্যাতনকারী মুল হোতা মেম্বরপুত্র জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ৭ টায় উপজেলার কানাইনগরের জোড়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চাঁদপাই ইউয়িনের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর সুলতান হাওলাদেরের ছেলে। এর আগে শনিবার ওই মেম্বরের টর্চার সেলে বিনোদ সরকার ও বিপ্লব সরকার নামে দুই ভাইকে বিবস্ত্র করে দিনভর দফায় দফায় হত্যার উদ্দেশ্যে নির্যাতন করার অভিযোগে মেম্বর সুলতান ও তার ছেলে জাকিরসহ ১৪ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। মুল হোতাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, দুই ভাইকে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামী মেম্বর সুলতান হাওলাদারের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি।