ফকিরহাট সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাটে গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাস উল্টে যায়। এতে খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচলাক (ডিডিএলজি) মোঃ গিয়াস উদ্দিনসহ চারজন আহত হয়। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার সাধের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সুজিত কুমার দাস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, খুলনাগামী দ্রুতগতির একটি কালো রঙের প্রাইভেটকার সাধের বটতলা নামক স্থানে গাছের সাথে ধাক্কা লেগে মুহুর্তে গাড়িটি দুমড়ে মুচড়ে উল্টে পড়ে। পরে আশেপাশের লোকজন এসে গাড়ির যাত্রীদের উদ্ধার করেন পরে তাদের কে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচলাক এর অবস্থার অবনতি হলে তাকে খুলনায় স্থানান্তর করা হয়।