ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

0
126

নওয়াপাড়া ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল চালানোর সময় সম্ভাব্য দুর্ঘটনার বিষয়কে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে দলবল নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণের বিরুদ্ধে। মারধরের পর ভুক্তভোগী শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে অভিযুক্ত অতনু বর্মণ ঘটনা স্বীকার করলেও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। ভুক্তভোগী রাকিবুল হাসান সজীব বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকছেন।

Comment using Facebook