নওয়াপাড়ায় ধোপাদী ফুটবল একাডেমির টুর্নামেন্ট অনুষ্ঠিত

0
365

স্টাফ রিপোর্টার

নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড ধোপাদী গ্রামের ধোপাদী ফুটবল একাডেমির টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী।

এসময় উপস্থিত ছিলেন যশোহর জেলা রেফারি এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইব্রাহিম হোসেন, সমাজ সেবক ও পৌর আ’লীগ নেতা রফিকুল ইসলাম মজুমদার, ফুটবল একাডেমির পরিচালনা পর্ষদ নেতা আ: খালেক, কোচ মো: রফিকুল ইসলাম, মো: তোয়্যেবুর রহমান, মো: হাফিজুর রহমান।

ধারাভাষ্যে ছিলেন আশিকুর রহমান মিঠু ও চন্দন দাস। সেরা খেলোয়াড় নির্বাতি হয় মো: আবু সাঈদ। খেলাটি পরিচালনা করেন প্রধান রেফারি হিসেবে ছিলেন ফয়সাল আহমেদ ও সহকারী হিসেবে ছিলেন সুমন বিশ্বাস ও সজল মন্ডল।

খেলায় ২-০ গোলে ইসলাম ফুটবল একাদশকে পরাজিত করে জিদান ফুটবল একাদশ। গোল দুটি করেন জিদান ফুটবল একাদশের চৌকশ খেলোয়াড় মো: ইস্রাফিল। ম্যান অব দ্যা ম্যাচ প্ররস্কারটি দেন চন্দন স্টোর। আগামী বুধবার বিকালে টুর্নামেন্টের ৪র্থ খেলাটি অনুষ্ঠিত হবে।

Comment using Facebook