চুয়াডাঙ্গা হাসপাতালে দালালবিরোধী অভিযান: আটক ১

0
199

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অভিযান চালিয়ে রুবেল হোসেন (২৮) নামের একজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়ার নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন ফোর্স নিয়ে হাসপাতালে দালালবিরোধী অভিয়ান চালায়। এ সময় রোগীর কাছ থেকে টাকা নেয়ার সময় রুবেলকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেল হোসেনের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া বলেন, হাসপাতালে দালালের কারণে রোগী ও স্বজনরা অতিষ্ঠ হয়ে উঠেছে।

সদর হাসপাতাল দালাল মুক্ত করতে এখন নিয়মিত অভিযান চালানো হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমান মুন্সী, সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, শিশু কনসালটেন্ট ডা. আসাদুর রহমান মালিক খোকন।

Comment using Facebook