শার্শায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন

0
181

শার্শা সংবাদদাতা

শনিবার বিকেলে বেনাপোলে শার্শা উপজেলাসহ ১১টি ইউনিয়ন ও পৌরসভার দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদের আয়োজনে তার বেনাপোলস্থ ছোটআঁচড়া মোড়ে অবস্থিত গাজীপুর গ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, কোষাধ্যক্ষ আলহাজ¦ ওয়াহিদুহজ্জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল প্রমুখ।

Comment using Facebook