খানজাহান আলী থানা সংবাদদাতা
গতকাল শনিবার সকাল ১১টায় খানজাহান আলী থানাধিন ডাকাতিয়ার খাল পূর্ণখনন কার্যক্রমের শুভ উদ্বোধন ও সুফল ভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ৫ আসনের সংসদ সদস্য ও মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় মৎস অধিদপ্তরের প্রকল্প প্রধান সরজ কুমার মিন্ত্রী, খুলনা জেলা ফিসারিজ কর্মকর্তা জয়দেব পাল, মৎস সম্প্রসারণ কর্মকর্তা আসমা হক আইরিন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশা। বাবু রনজিত কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, সংরক্ষিত মহিলা মেম্বর পায়রা বেগম উপস্থিত ছিলেন।