জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মুক্তির দাবিতে কেশবপুরে ছাত্রলীগের মানববন্ধন

0
234

কেশবপুর সংবাদদাতা

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি রওশন ইকবাল শাহী’র উপর আরোপিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে কেশবপুর উপজেলা ছাত্রলীগ শনিবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

বিক্ষোভ মিছিলটি কেশবপুর ডাকবাংলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা ছাত্রলীগনেতা শাহারিয়ার হাবিবের নেতৃত্বে পুরাতন বাস স্টান্ড চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, সাবেক যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্না, যশোর সিটি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন, উপজেলা ছাত্রলীগনেতা আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ ফয়সাল হোসেন রিফাত, গাজী মোর্তজা, মোস্তাফিজুর রহমান, অর্পন রায়, আবুল হাসান, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান বাবু, রিয়ন হোসেন, শফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগনেতা মাসুদ, সোহরাব, বাবলু, সোহেল, রফিক প্রমুখ।

Comment using Facebook