বেনাপোলে কাভার্ডভ্যান ও ইঞ্জিন চালিত ভ্যান দূর্ঘটনায় নিহত ১

0
567

যশোর অফিস

রোববার দুপুরে যশোর বেনাপোলের ১নং গোডাউনের গেটের সামনে ইঞ্জিন ভ্যানের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া (২২) এক নারী নিহত হয়েছে।

নিহত নারী বেনাপোলের নারায়নপুর গ্রামের লিমনের স্ত্রী। দুপুর সাড়ে ১২টার সময় সুমাইয়া একটি ইঞ্জিন ভ্যানে করে বেনাপোলের বাজারের দিকে যাওয়ার সময় কার্ভাড ভ্যান( ঢাকা মেট্রো-উ- ১১-০৫৪৩) তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে তাকে স্হানীয়রা উদ্বার করে নাভারন।

স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তির জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এঘটনায় কাভার্ডভ্যান চালকের শামসুদ্দিনকে (২৪) পুলিশ আটক করেছে।তিনি নোয়াখালী জেলার সদরের বাসিন্দা। তার পিতার নাম শাজাহান মিয়া। ঢাকা মেট্রো-উ ১১-০৫৪৩ নাম্বারের কার্ভাড ভ্যানটি পুলিশ আটক করেছে।

Comment using Facebook