নওয়াপাড়া ডেস্ক
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল শুক্রবার সকাল থেকে।
তবে টিকিট সংগ্রহে বাড়তি কোন চাপ নেই বাস কাউন্টারগুলোতে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী বাস টার্মিনালে অগ্রিম টিকেট পেতে যাত্রীদের কোনো ভিড় চোখে পড়েনি। সরেজমিনে হানিফ, শ্যামলী, নাবিল এবং গ্রীন লাইনসহ বেস কয়েকটি পরিবহনের কাউন্টার ঘুরে দেখা যায় টিকেট বিক্রেতারা গল্প, আরাম-আয়েশ করে অলস সময় কাটাচ্ছেন। যাত্রীরাও তাদের গন্তব্য এবং পছন্দমত বাসের টিকিট কাটতে পারছেন।
অগ্রীম টিকেট বিক্রি প্রসঙ্গে হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বলেন, এবছর খুব অল্প সময়ের মধ্যে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।