বটিয়াঘাটায় বিদ্যুতস্পৃষ্টে দু’জনের মৃত্যু

0
162

বটিয়াঘাটা সংবাদদাতা

উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের নূরনবী হাওলাদার নামের এক যুবক বিদ্যুতস্পষ্ট হয়ে মারা গেছে। তেতুলতলা গ্রামের মোঃ ছিদ্দিক হাওলাদারের পুত্র সে। গত বুধবার এই দূর্ঘনা ঘটে।

এলাকাবাসি সৃত্রে জানা যায়, নিহত নুরনবী তার দোকানের পাসে বালিতে পানি দেয়ার জন্য মটর চালানোর সময় বিদ্যুৎপিষ্ট হয়ে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন টের পেয়ে বিদ্যুৎ লাইনটি বন্ধ করে দেয়।

অন্যদিকে একই দিনে সকালে উপজেলার পারসলুয়া এলাকার ছগির হাওলাদার (৪৫) নামের এক কৃষক বিদ্যুতস্পষ্ট হয়ে মারা যায়। সে তার নিজের ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে মটরের মাধ্যমে পানি তুলছিল। আবার অনেকে বলছেন, নিহত ঐ ব্যক্তি ধান ক্ষেতে ঈদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দেয়। পরে তারই নিজের ঈদুর মারার বিদ্যুৎ সংযোগ ফাঁদে নিজেই নিহত হয়। এব্যাপারে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ এবিষয় কিছু বলতে রাজি হয়নি।

Comment using Facebook