যশোরে রাতের আধারে আড়াই শ’ গাছ কেটে সাবাড়!

0
163

যশোর অফিস

পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে দুর্বুত্তরা দুই ব্যক্তি আড়াই ২শ’ গাছ ও গাছের ফল কেটে সাবাড় করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে যশোর সদরের নরসিংহ কাঠি (ঘোপ) গ্রামে। এলাকাবাসি জানায়, স্থানিয় ঘোপ গ্রামের ভুট্ট মোল্যার পুত্র রাজিবুল ইসলামের নদীর পাড়া নামক মাঠের ৬০ শতক জমিতে একটি লিচু বাগান রয়েছে। ঐ লিচু বাগানের চার পাশে থাকা ১ শতটি কলার কান্দি সহ ৫০টি আমড়া গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বত্তরা। একই সময় বর্তমান মেম্বর আসলাম হোসেনের কাঠাল বাগানের প্রায় ১ শত কাঠাল কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।

ফলন্ত গাছের ফল ও গাছ কাটায় সাধারন মুনুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজিবুল ইসলাম জানায়, প্রায সপ্তাহ খানেক আগে গভির রাতে কতিপয় মাদকসেবি পাশর্বতী ফতেপুর গ্রামে মাতলামি করছিলো।

স্থানীয়রা তাদের মারপিট করে। পরবর্তিতে রাজিবুল ও আসলাম মেম্বর চড় থাপ্পড় মেরে ছাড়িয়ে আনেন। এ সংক্রান্ত বিষয় কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে রাজিবুল ইসলাম জানায়।

Comment using Facebook