নওয়াপাড়ায় বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

0
194

স্টাফ রিপোর্টার

নওয়াপাড়ায় বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ আলী নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পহেলা বৈশাখ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডে নওয়াপাড়া গ্রামের নর্থবেঙ্গল এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

শিশু মোহাম্মদ আলী ওই এলাকার রাজমিস্ত্রি নাজমুল ইসলামের ছেলে। প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ আলীর বাবা-মা কেউ বাড়ি ছিলেন না। দুপুর আনুমানিক ৩ টার সময় মোহাম্মদকে অচেতন অবস্থায় বাড়ির পাশে বাথরুমের সামনে পড়ে থাকতে দেখেন তারা।

এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহতের দাদি জানান, বাথরুমে ঝুলে থাকা বিদ্যুতের তার স্পর্শ করলে মোহাম্মদ ছিটকে মাটিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ৩ টার সময় মোহাম্মদ আলী নামে এক শিশুকে জরুরী বিভাগে আনলে মৃত অবস্থায় পাওয়া যায়। বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ আলী নামে এক শিশু মৃত্যু হয়েছে। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

Comment using Facebook