এবার নববধূর সাজে ভাইরাল রানু মন্ডল

0
324

বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা এসেছে। এখন এক ডাকেই তাকে চেনেন সকলে। রানাঘাট স্টেশন থেকে সোজা বলিউড। রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল রানু ম-লের। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান করেছেন।

তবে সেই উড়ান বেশিদিন ধরে রাখতে পারেননি রানু। খ্যাতিকে সঙ্গে নিয়েই ফিরেছেন রানাঘাটের ভাঙা বাড়িতে। যেন পুরনো অন্ধকারে ডুব দিয়েছেন।

তবে রানু ম-লের উত্থান আজও অনেককে ভরসা দেয়। সেই ভরসাতেই তার সঙ্গে গান রেকর্ড করেছেন বাংলাদেশের হিরো আলম। রানু মন্ডলের বায়োপিকের কাজও চলছে। ঠিক এই প্রেক্ষাপটে নববধূর সাজে ভাইরাল রানু ম-ল। এবার কি তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?

তা নিয়েই চলছে জোর জল্পনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে রানু ম-লকে বধূ বেশে দেখা যায়। রানুর পরনে লাল বেনারসি। কপালে চন্দন। নাকে নথ। গায়ে গয়না।

ঠিক যেন নতুন কনে! নববধূর সাজে ধরা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন রানু ম-ল। নতুন কনের সাজে ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গানও গাইতে শোনা গেল রানুকে।

Comment using Facebook