যশোর অফিস
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে যশোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যশোর কোতয়ালী মডেল থানার সামনে যেয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও যশোর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সহ সভাপতি এস এম নিয়ামত উল্লাহ, সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক শেখ সাদিয়া মৌরিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত তরুন, আরিফুর রহমান সাগর, আব্দুর রউফ পিন্টু, রিফাত মোর্তজা, রাজু রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, আসাদ্দুজামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুমেল হোসেন, যশোর সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ, যশোর সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। পথ সভায় বক্তরা বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যাকান্ডের ঘটনায় যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা হয়েছিলো। পরে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ শাহীকে আসামি করে চার্জশিটভুক্ত করে।