খুলনা ব্যুরো
খুলনা বিভাগে জলবায়ু পরিবর্তন, গ্রীন ক্লাইমেট ফান্ড ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পরিবেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা শুক্রবার বিকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এবং পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এতে সভাপতিত্ব করেন। খুলনা বিভাগে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশ (পিকেএসএফ) এর উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমাদ। সভা পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনোয়ারুল কাদির।