স্টাফ রিপোর্টার, কেশবপুর
কেশবপুরের নেহালপুরের কাদার খালের উপর স্লুইজ গেট অকেজো পড়ায় কপোতাক্ষ নদের পানিতে ২৪ গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। স্লুইজ গেট সংস্কারের দাবীতে এলাকাবাসি সভা করেছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার নেহালপুর, সাগরদাঁড়ী, শেখপুরা, রেজাকাটি, বগা, মোমিনপুর, সকসাকিনপুর, কাবিলপুর, আউয়ালগাতী, বুড়িহাটি, শ্রীপুর, ঝিকরা, জিয়েলতলা সহ ২৪ টি গ্রামের পানি নেহালপুরের কাদার খালের স্লুইট গেট দিয়ে অপসারিত হয়ে কপোতাক্ষ নদ দিয়ে বেরিয় যায়।
কিন্তু নেহালপুরের কাদার খালের স্লুইট গেটটি অকেজো হয়ে যাওয়ায় জোয়ারের সময় কপোতাক্ষ নদের পানি উক্ত ২৪ টি বিলে ঢুকে পড়ছে। যে কারণে কপোতাক্ষ নদের জোয়ারের পানিতে ২৪ গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। যার ফলে উক্ত ২৪ টি গ্রামের ৪ শত একর জমিতে আউশ-সহ ইরি-বোরো ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। যে কারণে ২৪ গ্রামের কৃষক চিন্তিত হয়ে পড়েছে। এদিকে নেহালপুরের কাদার খালের উপর স্লুইজ গেটটি সংস্কারের দাবীতে এক সভা শুক্রবার বিকালে স্লুইজ গেট সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
হাসানপুর ইউানয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নূরনবী সামদানীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসানপুর ইউানয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রুবিয়া বেগম, শিক্ষক আজিজুল হক, আওয়ামী লীগনেতা শাহাদাৎ হোসেন প্রমুখ।