আন্তর্জাতিক ডেস্ক
ভারত-বাংলাদেশ ও ভারত-চীন সীমান্তের খুব কাছে যুদ্ধের মহড়া চালিয়েছেন ভারতীয় সেনারা। বাংলাদেশ সীমান্তের কাছে তিস্তা ফায়ারিং রেঞ্জে এই মহড়া চালায় তারা।
এ সময় শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী মর্টার সেল, বোফর্স কামান, কখনও বা হেলিকপ্টার থেকে ফায়ারিং করে প্রকৃত যুদ্ধের পরিবেশ তৈরির চেষ্টা করা হয়।
মূলত ভারতীয় সেনাবাহিনীর ৩৩ ত্রিশক্তি কোরের অন্তর্গত তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ (টিএফএফআর) শক্রপক্ষের মোকাবিলায় কতটা দক্ষ ভারতীয় সেনাবাহিনী তারই মহড়া ও অস্ত্র প্রদর্শনী করেছে।
হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, যুদ্ধক্ষেত্রে পরিণত ডুয়ার্স, যুদ্ধের কৃত্তিম পরিস্থিতি সামনা সামনি প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, ডিআইজি, সেনা কর্মকর্ত সহ স্থানীয় ছাত্র-ছাত্রীরাও।