আন্তর্জাতিক ডেস্ক
তীব্র দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর-পশ্চিমাঞ্চল। দিল্লিতে ৭২ বছরের মধ্যে এপ্রিলের প্রথমার্ধে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, গত সোমবার ভারতের রাজধানীর তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা প্রায় ৮ গুণ বেশি।