বাঙালির ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ: রাষ্ট্রপতি

0
164

নওয়াপাড়া ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। আজ বৃহস্পতিবার বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল বুধবার এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি এ উপলক্ষে দেশবাসীকে জানান শুভ নববর্ষ। রাষ্ট্রপতি বলেন, পহেলা বৈশাখ বাঙালির জাতীয় জীবনে পরম আনন্দের দিন।

আনন্দঘন এ দিনে তিনি দেশে ও দেশের বাইরে বসবাসরত সকল বাংলাদেশিকে বাংলা নবর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ দিনে চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বেজে উঠে বৈশাখের আগমনি গান। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ।

Comment using Facebook