মনিরামপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

0
312

মনিরামপুর সংবাদদাতা

যশোরের মনিরামপুরে শিল্পি খাতুন নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার জালালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

শিল্পি খাতুন ওই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এরআগে গত শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে একই গ্রামে একটি বিদ্যালয়ের কক্ষ থেকে মোসলেম গাজী নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার হয়েছিল।

তিনিও বিষপানে আত্মহত্যা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে একদিনের ব্যবধানে জালালপুর গ্রামে দুজন বিষপানে আত্মহত্যা করেছেন।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল বলেন, শিল্পি খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। রোববার বিকেলে তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে গৃহবধূ বিষপান করেছেন। টের পেয়ে স্বজনরা তাঁকে মনিরামপুর হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মৃত্যু হয়েছে শিল্পি খাতুনের। গোলাম রসুল বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। মামলা রেকর্ড হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comment using Facebook