স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত।
অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এবং গুরুত্বর আহত না হলেও তিনি বাম হাতে ও বুকে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন স্বাভাবিক রয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকালে যশোর-নড়াইল সড়কের গাবতলা নামক স্থানে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত ঢাকা থেকে নওয়াপাড়ায় ফেরার পথে যশোর-নড়াইল সড়কের গাবতলা নামক স্থানে পৌছালে একটি বেপরোয়া গতির ট্রাককে সাইড দিতে গেলে তার ব্যবহৃত গাড়িটি উল্টে সড়কের পাশে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা দ্রুত উল্টে যাওয়া গাড়ি থেকে মেয়র শান্ত ও তার গাড়ির চালককে উদ্ধার করে। পরে মেয়র শান্ত প্রাথমিক চিকিৎসা নিয়ে নওয়াপাড়া পৌছানোর পর অসংখ্যা নেতাকর্মী তার খোঁজখবর নিতে তার বাড়িতে ছুটে যান। এছাড়া নওয়াপাড়ার বিভিন্ন মহল দ্রুত তার আশু সুস্থ্যতা কামনা করেছেন।