আমরাই খুলনা বিভাগ এসএসসি ২০০০ ব্যাচের টুইটআপ অনুষ্ঠিত

0
270

খানজাহানআলী থানা সংবাদদাতা

শুক্রবার সকালে খুলনা জেলার লবণচোরা থানা সংলগ্ন ক্যাপে ডি এন্টেলিয়া রিসোর্টে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্পিত করোনাভাইরাস এর বিধিনিষেধ মেনে এবং সীমিত পরিসরে অনলাইন ভিত্তিক গ্রুপ ‘আমরাই খুলনা বিভাগ এস এস সি ২০০০” ব্যাচের টুইটআপ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ এন্ড হাসাপাতালের চেয়ারম্যান ডাঃ গাজী মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন খন্দকার আমিরুল ইসলাম গ্রুপ ক্রিয়েটর এন্ড এ্যাডভাইজার। এম এম হাফিজ এ্যাডভাইজার, মো বায়জীদ হোসেন এডমিন, ইসতিয়াক হোসেন এডমিন, আনিস হায়াত খান এডমিন, নাসিবুল হাসান মিটন মডারেটর, বিথী মডারেটর, মো শাহীন হোসেন মডারেটর।

Comment using Facebook