পালকিতে বিয়ে তানজিন তিশার, পাত্র কে?

0
204

বিনোদন ডেস্ক

গল্পটা উনিশ শতকের, যখন গ্রামাঞ্চলে বিয়েতে বা অন্য কোনও কাজে পালকি ব্যবহার হতো। পালকি যাঁরা বহন করে, তাঁদের বেহারা বলে। এমন একটি চরিত্রে এবারের ঈদে দেখা মিলবে অভিনেতা তৌসিফ মাহবুবকে।

গোলাম সারোয়ার অনিকের গল্পে নির্মাতা রাফাত মজুমদার রিংকু ‘পালকি’ নাটক নিয়ে হাজির হচ্ছেন এনটিভির ঈদ আয়োজনে। গল্প নিয়ে নির্মাতা এখনই পরিষ্কার ধারণা দিতে নারাজ।

তবে জানা গেছে, এই গল্পের পেক্ষাপট পালকিকে ঘিরে; বেহারা তৌসিফের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে স্বপ্ন দেখে নিজের পালকিতে প্রিয় মানুষকে ঘরে নেবে।

কিন্তু শেষ অবধি তৌসিফের ভাগ্যে কী ঘটে, সেটা জানতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেছেন, ‘গল্পটা আমার নিজের খুব প্রিয়; অনেক যতœ নিয়ে কাজটা করেছি। এবারের ঈদে এই নাটকটি অন্যতম আলোচিত নাটক হবে বলে আশা করছি।’

Comment using Facebook