ভৈরব উত্তর অফিস
অভয়নগর উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামে নির্মানাধীন ঘরের কাজ বন্ধে ১৪৪ ধারার আদেশ প্রদান করেছেন যশোরের বিজ্ঞ অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। মৃত সিরাজুল ইসলামের স্ত্রী সোহানা বেগম বাদী হয়ে চলতি মাসের ৫ তারিখে অভয়নগর উপজেলার বাশুয়াড়ী মৌজার ১৫৭৬ নং খতিয়ানের ৩৩৭৯নং দাগের ৯১ শতকের মধ্য ৮ শতক জমির মালিক তার মৃত স্বামীর নামে কবলা দলিল থাকায় সোহানা বাদী হয়ে বিজ্ঞ আদালতে উক্ত মামলা দায়ের করেন। মামলা নং পি ৩৯১/২২ তারিখ ৫/৪/২২, স্বারক নং ৭১৫। মামলা সূত্রে জানাগেছে উক্তদাগে ৮ শতক ও শ্বশুরের কাছ থেকে পাওয়া ৩ শতক মোট ১১ শতক জমির উপর পুকুর কেটে ও বিভিন্ন প্রকার গাছপালা লাগিয়ে ভোগ দখলে আছেন তিনি।
অন্যদিকে নির্মানাধীন ঘরের মালিক মিজানুর রহমান আকুঞ্জি বাদি হয়ে একই জমির রাস্তার পাশ্বের ৮শতক জমি নিজ মায়ের কাছ থেকে নওয়াপাড়া সাবরেজিষ্ট্রি অফিসের ১৮৬২/২২ নং কবলা দলির মূলে মালিক হয়ে নিজের ঘরের কাজ শুরু করেছেন। প্রতিপক্ষ ঘরের কাজে বাধাদিলে মিজানুর রহমান বাদী হয়ে একই আদালতে ১৪৪ ধারার একটি মাসলা করে আদেশ প্রাপ্ত হয় মামলা নং পি-৩৪৬/২২তারিখ ২৭/০৩/২২ স্বারক নং ৬৪৬। বিজ্ঞ আদালত আদেশে উল্লেখ করেছেন আরজি বর্ণিত তফসিলভুক্ত বিরোধীয় জমিতে পক্ষদ্বয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা, অভয়নগর থানা, কে বলা হয়েছে। এবং জমির বর্তমান প্রকৃত দখলদার কে, কতদিন যাবত দখলে আছেন এবং তর্কিত জমিতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে কীনা উল্লেখ পূর্বক সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি), অভয়নগর, যশোর কে বলা হলো। গতকাল বিকাল ৫টায় ঘটনাস্থলে গিয়ে দেখাগেছে ইট বালু সিমেন্ট সব নিচে পড়ে আছে ঘরের কাজ বন্ধ আছে।