খুলনায় ভাসছে মাদক,পবিত্র রমজানেও ব্যবসা থেমে নেই

0
166

খুলনা ব্যুরো

খুলনা ভাসতে মাদকে। পবিত্র মাহে রমজানেও মাদকের ব্যবসা থেমে নেই। গোয়েন্দা পুলিশের অভিযান থাকলেও তার মধ্যে অবাধে চলছে মাদকের ব্যবসা।

প্রতিনিয়ত অলি গলিতে চলছে মাদকের রমরমা ব্যাবসা। মোবাইল ফোনের মাধ্য এই ব্যবসায়িরা কাজ চালিয়ে যাচ্ছে। যার কারনে যুব সমাজ আজ ধ্বংসের পথে।

পুলিশ অভিযান চালালেও এতে নিরিহ মানুষই বেশি হয়রানীর স্বীকার হয়। স্থানীয় এলাকাবাসী জানায় ঈদকে সামনে রেখে চুরি, ছিনতাই সহ একাধিক অপরাধ প্রবনতা বেড়েছে। নগরীর ৭নং ঘাট এলাকায়, টুটপাড়া, টুটপাড়া সেন্ট্রাল রোড, নতুন বাজার ব্যাংক গলি, পশ্চিম রূপসা ঘাট মসজিদের সামনে, নতুন বাজার চর, চানমারী ডাক্তার গলি, চানমারী এলাকায় গগন বাবু রোড, টিবি ক্রস রোডে সহ বিভিন্ন এলাকায় বেড়েছে মাদকের ব্যবসা।

খুলনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান থাকলেও মাদকের এই ব্যাবসা থেমে নেই। পুরুষের পাশাপাশি নারীরাও এই ব্যাবসায় জড়িয়ে পড়েছে। থানায় একাধিক অভিযোগ থাকলেও মাদকক ব্যাবসায়িরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। পুলিশ মাশুহারা খেয়ে মাদক ব্যাবসায়িকদের আটক করছেনা বলে অভিযোগ উঠে। তাই কেএমপি পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করছি।

Comment using Facebook