যশোরে অভিযানে মাদক দ্রব্যসহ আটক ৬

0
303
Handcuffed man behind prison bars. Arrested criminal male person imprisoned.

যশোর অফিস

কোতয়ালি থানার এসআই শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচড়া রায়পাড়া পশু হাসপাতালের পাশ থেকে ১১০ গ্রাম গাঁজাসহ সালমা খাতুন (৩০) নামে এক নারীকে আটক করা হয়।

তিনি চাঁচড়া রায়পাড়া বিল্লাল মসজিদের পাশের শফিকুল ইসলামের স্ত্রী। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁচড়া চেকপোস্ট বিএডিসি ভবনের সামনে থেকে জনি হাওলাদার (২১) নামে এক যুবককে আটক করা হয়।

নীলগঞ্জ মহাশ্মশানের সামনের একটি মুদি দোকানের সামনে থেকে একশ গ্রাম গাঁজাসহ ফেরদাউসুর রহমান জীবন (৪০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

চাঁচড়া রেলগেট পশ্চিমপাড়া থেকে আনোয়ারা বেগম প্রকাশ আনু (৫৫) নামে এক নারীকে আটক করা হয়। যশোর শহরের দড়াটানা থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ (২৪) নামে এক যুবককে আটক করা হয়। ষষ্টিতলা পাড়া মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খন্দাকার কামরুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করা হয়।

Comment using Facebook