কালীগঞ্জে মটরসাইকেল চালক নিহত

0
152

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

কালীগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে হাবিবুর রহমান হাবিব (৪৫) নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। রোববার রাতে কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফেরার পথে দুলালমুন্দিয়া-চাপরাইল সড়কের সিংগি ঘোষপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীরা উদ্ধার করে রাতেই কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়।

নিহত হাবিব একতারপুর গ্রামের সাজেল হোসেনের ছেলে। স্থানীয় সমির ঘোষ জানান, রোববার রাত ১ টার দিয়ে মোটর সাইকেল চালক হাবিব কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে দুলালমুন্দিয়া-চাপরাইল সড়কের সিংগি ঘোষপাড়া মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরত্বর আগত হন।

এসময় তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

Comment using Facebook