কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
কালীগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে হাবিবুর রহমান হাবিব (৪৫) নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। রোববার রাতে কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফেরার পথে দুলালমুন্দিয়া-চাপরাইল সড়কের সিংগি ঘোষপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীরা উদ্ধার করে রাতেই কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়।
নিহত হাবিব একতারপুর গ্রামের সাজেল হোসেনের ছেলে। স্থানীয় সমির ঘোষ জানান, রোববার রাত ১ টার দিয়ে মোটর সাইকেল চালক হাবিব কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে দুলালমুন্দিয়া-চাপরাইল সড়কের সিংগি ঘোষপাড়া মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরত্বর আগত হন।
এসময় তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।