শার্শায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

0
176

শাশা সংবাদদাতা

গতকাল সোমবার সকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শেখ আফিল।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, সহকারী কমিশনার (ভূমি) রাশনা শারমিন মিথি, শার্শা থানা ইনচার্জ মামুন খান, বেনাপোল পোর্ট থানা ইনচার্জ কামাল হোসেন, শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ। এ অর্থবছরে উপজেলার ১ হাজার ৯শ’ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার পর্যায়ক্রমে দেওয়া হবে। এর আগে সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন শার্শা উপজেলা চত্বরে শেখ রাসেল শিশু কর্নারের উদ্ধোন করেন।

Comment using Facebook