নওয়াপাড়া ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ শোষণ-লুণ্ঠনে দেশে দুঃসহ এক অবস্থার সৃষ্টি করেছে, যা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এ অবস্থায় দেশ ও মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর লেখা ও কবি আবদুল হাই শিকদার সম্পাদিত ‘মাও সেতু-ঙ ও বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি।