স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশের ন্যায় যশোরের অভয়নগর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক এবং বাংলাদেশ পুলিশের মাধ্যমে বাস্তবায়িত গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধন করেন।
এ উপলক্ষে অভয়নগর থানায় আয়োজিত অনুষ্ঠানে গৃহহীন ও হতদরিদ্র মালতী দেবী (৬০) কে ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলার ভোলাপাতা গ্রামের মৃত সূর্যকান্ত ঢালীর স্ত্রী মালতী দেবী। তার এক মেয়ে বিবাহের কারনে শ্বশুর বাড়িতে থাকে। ভোলাপাতা এলাকায় জীর্ণ একটি ছাপড়া ঘরে থাকতেন তিনি। তাকে একটি ঘর উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, জেলা পরিষদ সদস্য লাইলা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, পুলিশের উপপরিদর্শক শাহ আলম, ইসরাফিল আহমেদ শামীম, জমিদাতা গৌরাঙ্গ বিশ্বাস, নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর দ্বায়িত্ব প্রাপ্ত পুলিশের সহকারী উপ-পরিদর্শক সোহাগী প্রমুখ।