বেনাপোলে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

0
184

বেনাপোল সংবাদদাতা

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল ও ৫০ বোতল ফেনসিডিলসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। গতকাল রোববার (১০ এপ্রিল) ভোরে বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে যশোর গোয়েন্দা পুলিশ সদস্যরা।

গ্রেফতার কৃতরা হলেন, বেনাপোল বন্দর থানার দৌলতপুর গ্রামের জাকির হোসেনর ছেলে রমজান মোল্লা (২৬) ও গোলাম হোসেনের ছেলে ওবায়দুল রহমান অরফে ওবায় (২৪)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপম কুমার সরকার জানান, তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্তে নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা পরিকল্পনা করছে। পরে অভিযান চালিয়ে সন্ত্রাসী রমজান ও ওবায়দুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

Comment using Facebook