ক্রীড়া ডেস্ক
পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ম্যাচের দ্বিতীয় দিনে কোনো কিছুই বাংলাদেশের পক্ষে যায়নি বলা যাবে না। তবে অনেক কিছুই সফরকারীদের বিপক্ষে গেছে। ক্যাচ পড়েছে একটি।
বোলার ছিলেন এবাদত হোসেন। ইনিংস শেষে তিনি ২৮ ওভারে ১২১ রান দিয়ে উইকেটশূন্য। ১১৯তম ওভারে স্লিপে কেশভ মহারাজের ক্যাচ ফেলেন ইয়াসির আলী। সেই মহারাজ ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেছেন।
রিভিউ তো বাংলাদেশের কান্নায় রূপ নিয়েছে। দুই বার রিভিউ নিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ দল। খালেদের করা দিনের প্রথম ও ১২৮তম ওভারে তাইজুলের বলে রিভিউ নিয়ে সাফল্য পায়নি মুমিনুল বাহিনী, যার ফলে ইনিংসের তিনটি রিভিউই বাংলাদেশ হারিয়েছে ব্যর্থ চেষ্টায়। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে দ্রুত অলআউট করার আশায় গতকাল দিন শুরু করেছিল বাংলাদেশ।