শ্যামনগর থানায় নারী-শিশু ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন

0
182

শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর থানায় মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। রবিবার শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

সারাদেশের ন্যায় শ্যামনগর থানায়ও ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগল্লু হায়দার, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোরশেদ, ওসি (তদন্ত) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান সুমন, কাশিমাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের ঢালি, নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর মাধ্যমে উপজেলার দাদপুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী জবেদা খাতুনকে গৃহ হস্তান্তর করেন।

Comment using Facebook