আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাকের ভারতীয় স্ত্রী অক্ষতা বেশি মূর্তি রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়েও ধনী।
অক্ষতা মূর্তির বৈদেশিক আয়ে কর ছাড়ের বিষয়টি ফাঁস হওয়ার পর তার সম্পদের পরিমাণ প্রকাশ্যে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অক্ষমতা মূর্তির বাবা এনআর নারায়ন মূর্তি টেক জায়ান্ট ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা।
স্ত্রীর কাছ থেকে ১০ হাজার পাউন্ড নিয়ে তিনি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছিলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলার।