দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনেও নাকি বিএনপির কারসাজি : ফখরুল

0
141

নওয়াপাড়া ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আরেকটি তত্ত্ব আবিষ্কার করেছেন’ মূল্য বৃদ্ধির পেছনে নাকি বিএনপির কারসাজি আছে।

সবসময় এটা মন্ত্রী বলেন… সবকিছুতে যদি বিএনপিই থাকে তাহলে তোমরা ক্ষমতায় বসে আছো কেন? ক্ষমতা ছেড়ে দাও, বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেখো, বিএনপি দেশ চালাতে পারে কিনা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর পত্রিকার উদ্ধৃতি করে বলেন, ‘গ্যাসের দাম বাড়ছে, কারণ প্রতি বছর ২০ কোটি টাকার গ্যাস চুরি হচ্ছে। ২০ কোটি টাকা চুরি হচ্ছে এটা জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেছেন।

Comment using Facebook