নির্ধারিত সময়ের আগে শেষ সহায়ক রিঅ্যাক্টর ভবনের নির্মাণ

0
153

খুলনা ব্যুরো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের সহায়ক রিঅ্যাক্টর ভবনের কংক্রিট ঢালাইয়ের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। এই ভবনটি ‘নিউক্লিয়ার আইল্যান্ড’ বা পরমাণু দ্বীপের অংশ। এখানে স্থাপিত হবে নিয়ন্ত্রণ ডিভাইসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্র।

অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার এবং সময়ানুযায়ী প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতির সরবরাহ নিশ্চিত হওয়ার ফলে নির্ধারিত সময়ের ২৪১ দিন আগেই ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান রোসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার ঠিকাদার প্রতিষ্ঠান নিকিমিত-এতমস্ত্রয় এর কর্মীরা প্রতিমাসে ১ হাজার ৬০০ ঘনমিটার কংক্রিট ঢালাই করেন। যদিও শিডিউলে এর পরিমাণ ধরা হয়েছিল একহাজার ঘনমিটার। নির্ধারিত সময়ের আগে নির্মাণ শেষ হওয়ায় ওভারহেড খরচসহ সার্বিক খরচ হ্রাস পেয়েছে।

দক্ষ কর্মীদের নির্ধারিত সময়ের আগেই অন্যান্য কাজের জন্য পাওয়া গেছে। রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দু’টি তৃতীয় প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর যার মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

Comment using Facebook