নওয়াপাড়া ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেলকে ব্যবসার জন্য ‘বিষফোঁড়া’ বলে উল্লেখ করেছেন ব্যবসায়ী নেতারা।
এ স্কেল বন্ধের দাবি জানিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে উষ্মা প্রকাশ করেন তারা। রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
তিনি ব্যবসায়ীদের সঙ্গে সুর মিলিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশের অন্য কোনো মহাসড়কে ওজন স্কেল না থাকলেও এ মহাসড়কে কেন স্কেল বসানো হয়েছে তা বোধগম্য নয়।
তবে ওজন স্কেল বসানো কিংবা বন্ধে তার অধিদপ্তরের কোনো হাত নেই বলে জানান মহাপরিচালক। তিনি জানান, ওজন স্কেলের বিষয়টি সড়ক ও জনপথ অধিদপ্তর দেখে। এ ওজন স্কেল নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
অপরদিকে কিছু পণ্যের উৎপাদন থেকে খুচরা পর্যায় পর্যন্ত অনিয়ম হয়েছে বলে উল্লেখ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, আগামীতে যাতে কোনো অনিয়ম হতে না পারে এবং মনিটরিং করার জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।