ক্রীড়া ডেস্ক
পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তিন উইকেট নিয়ে শেষ করেছিলেন তাইজুল ইসলাম। অপেক্ষায় ছিলেন প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার।
অপেক্ষার অবসান ঘটল দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর। ভয়ংকর হয়ে ওঠা কেশব মহারাজকে নিজের পঞ্চম শিকার বনালানে তাইজুল। এটি টেস্ট ক্রিকেটে তাইজুলের ১০ম ৫ উইকেট নেওয়ার রেকর্ড। বাংলাদেশের বাইরে এটি তাইজুলের তৃতীয়বার পাঁচ উইকেট শিকারের রেকর্ড।
২০২১ সালের এপ্রিলে শ্রীলংকার বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন তাইজুল। এটি দেশের বাইরে তাইজুলের দ্বিতীয় পাঁচ উইকেট নেওয়ার শিকার। এর আগে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে নিয়েছিলেন পাঁচ উইকেট। বাংলাদেশের হয়ে দেশের বাইরে তিন বার তিন উইকেট নিতে পেরেছিলেন মোহাম্মদ রফিকও।
বিদেশে ৫ বার ৫ উইকেট নিয়ে সবার ওপরে সাকিব আল হাসান। দুর্দান্ত খেলছিলেন কেশভ মহারাজ। নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোরও গড়ে ফেলেছিলেন তিনি।