ড্রেসিংরুমের দরজায় লাথি মেরে বিতর্কে মাহমুদউল্লাহ

0
154

ক্রীড়া ডেস্ক

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ভালোই খেলছিলেন মোহামেডানের মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থরা যখন ছিলেন আসা-যাওয়ার মিছিলে, তখন একপ্রান্ত আগলে রাখছিলেন মাহমুদউল্লাহ।

কিন্তু ব্যক্তিগত ৪৮ রানের মাথায় আউট হতেই ঘটল বিপত্তিটা। আউট হয়ে মাঠ ছাড়ার সময় রাগ দেখান মাঠকর্মীদের। আর ড্রেসিং রুমের দরজায় মারেন লাথি। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে স্ট্রাইকে ছিলেন মাহমুদউল্লাহ।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ফেলেছিলেন ভালো লেংথে। তবে ক্রিজে পড়ার পর আস্বাভাবিকভাবে নিচু হয়ে যায় বলটি। কাট করার চেষ্টায় ব্যর্থ হন মাহমুদউল্লাহ। তার ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক জাকির হাসানের গ্লাভসে। শেষ হয় মাহমুদউল্লাহর লড়াই। ৫২ বলে সমান দুটি করে চার ও ছক্কায় তিনি আউট হয়ে যান ৪৮ রান করে।

Comment using Facebook