অভয়নগরের বাঘুটিয়ায় বিএনপি’র সভা অনুষ্ঠিত

0
273

ভৈরব উত্তর অফিস

অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির জরুরি সভা শনিবার বানীপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সি আইয়ুব আলী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরদার রবিউল ইসলাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক (সাবু)। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, অভয়নগর থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু। আরও উপস্থিত ছিলেন থানা কমিটির যুগ্ম আহবায়ক বৃন্দ, থানা বিএনপি নেতা হাবিবুর রহমান খোকন, মুস্তাফিজুর রহমান, কবিরুল ইসলাম, আল-আমিন হোসেন, মোল্যা শাখাওয়াত হোসেনসহ ইউনিয়ন কমিটির সদস্য বৃন্দ। সভায় পুরাতন কমিটি ভেঙ্গে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় মুন্সী আইয়ুব আলীকে আহবায়ক এবং সরদার রবিউল হোসেন ও শেখ তৈয়েবুর রহমানকে যুগ্ম আহবায়ক করে নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহবায়ক কমিটিতে আগামি এক সপ্তাহের মধ্যে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়।

Comment using Facebook