নওয়াপাড়া ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছেন ইকুয়েটোরিয়াল গিনির প্রেসিডেন্ট থিয়ডরো অবিআং এনগুয়েমাবা এমবিএসোগো। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় রাজধানী মালাবোতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদকে মোটর শোভাযাত্রায় হোটেল থেকে প্রেসিডেন্ট দপ্তরে পরিচয়পত্র পেশ করেন।
এ সময় প্রেসিডেন্ট এ অভিমত ব্যক্ত করেন। স্পেনের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পরিচয়পত্র দেওয়া অনুষ্ঠানে স্পেনের বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আবদুর রউফ মন্ডল ও কাউন্সিলর (পলিটিকেল) দীন মো. ইমাদুল হক উপস্থিত ছিলেন।