নওয়াপাড়া ডেস্ক
আভয়নগর উপজেলার বাজার দর সামনে রেখে জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসা জন প্রতি ফিতরার মূল্য ৬০ টাকা নির্ধারণ করেছে। গত ৫ই রমজান ৭ এপ্রিল ২০২২ইং তারিখ জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ শাহ্ আব্দুল্লাহ্ বোখারীর তত্ত্বাবধানে মাদ্রাসার আফিস কক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার শায়খুল হাদিস ও প্রধান মুফতী আলহাজ্ব মোঃ তৈয়্যব বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে এ বছরের ফিৎরার নিসাব এর মূল্য নির্ধারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের উলামায়ে-কেরামগণ।
এলাকার বাজার দর যাচাই ও পর্যালোচনা পূর্বক ফিৎরার নিসাব এর মূল্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজার দর অনুযায়ী আটা হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ১ কেজি ৬৩৬ গ্রাম। এবার এই এলাকায় প্রতি কেজি আটার বাজার মূল্য ৩৬ টাকা। সুতরাং ছদকায়ে ফিতর আদায় করতে হবে 1.636×36= 58.896 টাকা। আদায়ের সুবিধার্থে ৬০/- টাকা নির্ধারণ করা হয়েছে।