ক্রীড়া ডেস্ক
পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টস হেরে ফিল্ডিং করছে মুমিনুল বাহিনী। এরইমধ্যে প্রথম সেশনের খেলা শেষ হয়ে গেছে।
সাফল্য বলতে কেবল প্রোটিয়া ওপেনার সারেল এরইউর উইকেটটি নিতে পেরেছেন খালেদ আহমেদ। স্বাগতিকদের রান যখন ৫২, তখন আঘাতটি হানেন খালেদ।
প্রোটিয়া ওপেনারকে কট বিহাইন্ডের শিকারে পরিণত করেন এই পেসার। অফ স্টাস্পের বেশ বাইরের বলটি দূর থেকে ড্রাইভ করেন এরইউ। সেটি ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের গ্লাভসে। এর মধ্য দিয়ে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
আউট হওয়ার আগে ২৪ রান করে এরউই। অবশ্য ম্যাচের তৃতীয় ওভারেই তার উইকেটটি পেতে পারতো বাংলাদেশ। খালেদের বলে এলবিডব্লিউ হন তিনি।