আবারও জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণ পদক, অর্জন করলো আকিজ জুট মিলস লি:

0
325

নওয়াপাড়া ডেস্ক

শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখে আবারও সোনালী ঐতিহ্য পাট ও পাটজাত পণ্যের বিকাশ এবং সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতি অর্জন।

প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও আকিজ জুট মিলস লিঃ “জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণ পদক” ২০১৭-২০১৮ অর্জন করেছে। গত ৭ এপ্রিল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে এই ট্রফি হস্তান্তর করা হয়। আকিজ জুট মিলের পক্ষে নির্বাহি পরিচালক শেখ আব্দুল হাকিম এই গোল্ড ট্রফি গ্রহণ করেন।

Comment using Facebook